রাজশাহীর আম এখন খাঁটি ও নিরাপদ, পৌঁছে যাচ্ছে খাসবাড়ি হয়ে সারা দেশে
বাংলাদেশের ফলের রাজা আম। আর সেই আমের রাজধানী যদি হয়, তবে নিঃসন্দেহে তা রাজশাহী। পদ্মা নদীর পলিমাটি, অনুকূল আবহাওয়া ও শতাব্দীর ঐতিহ্য মিশে রাজশাহীর আমকে করে তুলেছে দেশের সবচেয়ে সুস্বাদু ও জনপ্রিয় ফল। আর এখন সেই খাঁটি, রসালো ও নিরাপদ আম খাসবাড়ি প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
খাসবাড়ি: মাঠ থেকে ঘরে খাঁটি আম
‘খাস খাবার, সবার অধিকার’—এই বিশ্বাস নিয়ে খাসবাড়ি যাত্রা শুরু করেছিল নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে। এই উদ্যোগ এবার রাজশাহীর আম সরাসরি বাগান থেকে সংগ্রহ করে শহরের মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। আম সংগ্রহ, গ্রেডিং ও প্যাকেজিং—সব কিছুই খাসবাড়ির তত্ত্বাবধানে হচ্ছে, যাতে আম থাকে রাসায়নিকমুক্ত ও প্রাকৃতিকভাবে পাকানো।